thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য ক্রয়-মজুদ না করার আহ্বান

২০২০ মার্চ ১৮ ১০:১৬:৫২
আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য ক্রয়-মজুদ না করার আহ্বান

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের প্রদুর্ভাবে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য ক্রয় বা মজুদ না করার আহ্বা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (১৭ মার্চ) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) থেকে পাওয়া সবশেষ তথ্যানুযায়ী দেশে ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সরকারের পক্ষ থেকে করোনা প্রতিরোধে বিভিন্ন ধরনের কর্মসূচির পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সবাইকে সচেতন করার জন্য গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিদিনই আইইডিসিআর থেকে সবশেষ পরিস্থিতি জানিয়ে ব্রিফ করা হচ্ছে।

মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুত ও সরবরাহ রয়েছে। মূল্যও স্বাভাবিক রয়েছে। করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় করার প্রয়োজন নেই।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর