thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

গাজীপুরে আরও একজনের করোনা শনাক্ত

২০২০ মার্চ ১৮ ১৪:৩৭:৪৬
গাজীপুরে আরও একজনের করোনা শনাক্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা এক ব্যক্তির দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। করোনাভাইরাস শনাক্ত হওয়া ঐ ব্যক্তি সহ মোট আটজন গাজীপুরে কোয়ারেন্টিনে ছিলেন। তাদের বেশিরভাগই ইতালি থেকে এসেছেন বলে নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান।

আক্রান্ত ব্যক্তিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে।

এখন পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে তিন জন সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন বলে জানানো হয় আইইডিসিআরের পক্ষ থেকে।

উল্লেখ্য, ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। সেসময় তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর। এরপর ১৪ই মার্চ শনিবার রাতে আরও দু`জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়।

পরবর্তীতে সোমবার তিনজন এবং মঙ্গলবার আরো দু`জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানানো হয়। আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয় আক্রান্তদের সবাই বিদেশফেরত অথবা তাদের পরিবারের সদস্য।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর