thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

নতুন ব্যাটিং পরামর্শক পাচ্ছেন তামিম-মুশফিকরা

২০২০ মার্চ ১৮ ১৯:৩৮:০৯
নতুন ব্যাটিং পরামর্শক পাচ্ছেন তামিম-মুশফিকরা

দ্য রিপোর্ট প্রতিবেদক: নাম তার সঞ্জয় বাঙ্গার। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ভারতের ব্যাটিং পরামর্শক ছিলেন। এবার তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। পরিকল্পনা ঠিক থাকলে তামিম-মুশফিকদের টেস্ট ব্যাটিং পরামর্শক হয়ে বাংলাদেশে আসতে পারেন তিনি। ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এমন প্রতিবেদনই প্রকাশ করেছে।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘টেস্ট ব্যাটিং পরামর্শক হিসেবে আমরা সঞ্জয় বাঙ্গারের সঙ্গে কথা বলেছি। তবে এখনই কোনো কিছু চূড়ান্ত হয়নি। আমরা আরো কয়েকজনের সঙ্গে আলোচনা করছি।’

বর্তমানে বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন দক্ষিণ আফ্রিকান নীল ম্যাকেঞ্জি। তবে তিনি তিন ফরম্যাটে কাজ করতে আগ্রহী নন। তাই টেস্ট ব্যাটিং পরামর্শক খুঁজছে বাংলাদেশ। তার বিষয়ে সুজন বলেছেন, ‘ম্যাকেঞ্জি বর্তমানে লাল বলের ক্রিকেটটা দেখছেন। পাশাপাশি টেস্টটাও দেখছেন। যদি আমরা টেস্ট ব্যাটিং পরামর্শক পাই তাহলে তিনি কেবল লাল বলের ক্রিকেটটা দেখবেন।’

ধারনা করা হচ্ছে চলতি বছরের জুনেই বাঙ্গারের সঙ্গে বছরে ১১০ দিনের চুক্তি করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে চুক্তির মেয়াদ থাকবে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর