thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় এএসআইয়ের মৃত্যু

২০২০ মার্চ ১৯ ১০:১০:০৮
রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় এএসআইয়ের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: ছিনতাইকারী ধরতে গিয়ে আলিফ পরিবহনের একটি বাসের চাপায় ডিএমপির কাফরুল থানার সহকারী উপপুলিশ পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। এ তথ্য নিশ্চিত করেছেন কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুজ্জামান।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে আগারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ বাসটি জব্দ করলেও চালককে গ্রেপ্তার করতে পারেনি।

নিহত জাহাঙ্গীর একবছর ধরে কাফরুল থানায় কর্মরত ছিলেন। নিহতের গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া থানা এলাকায়

ওসি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে আটটার দিকে জাহাঙ্গীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের ধরতে যান। তাকে দেখে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তিনিও দৌড় দেন। এই সময় দ্রুতগতির আলিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

(দ্য রিপোর্ট/আরজেড/১৯মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর