thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

করোনা মোকাবেলায় বিশ্ব ইজতেমার মাঠে হচ্ছে অস্থায়ী হাসপাতাল

২০২০ মার্চ ১৯ ১৩:৫৬:০৩
করোনা মোকাবেলায় বিশ্ব ইজতেমার মাঠে হচ্ছে অস্থায়ী হাসপাতাল

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা মোকাবেলায় তুরাগ তীরে বিশ্ব ইজতেমার মাঠে নির্মিত হচ্ছে অস্থায়ী হাসপাতাল। আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে এই হাসপাতাল নির্মাণ করা হবে। করোনার প্রকোপ যদি বাংলাদশে বেড়ে যায়, তাহলে এই হাসপাতালেই করোনা আক্রান্তদের রাখা হবে এবং চিকিৎসা প্রদান করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে যে, করোনাভাইরাস দেশজুড়ে ছড়িয়ে পড়তে পারে এরকম আশঙ্কা থেকে আগাম প্রস্তুতি হিসেবে এই হাসপাতাল নির্মাণের কাজ খুব শিগগিরই শুরু করতে যাচ্ছে সরকার।

উল্লেখ্য যে, দেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন পুরুষ এবং দুইজন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত তিনজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারীর বয়স ২২ বছর। অন্য একজনের বয়স ৬৫ বছর। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে। এছাড়া বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর