thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

ঢাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

২০২০ মার্চ ১৯ ১৩:৫৯:০৭
ঢাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ঢাবি প্রতিনিধি: এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় ‌আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার সিন্ডিকেটের জরুরি সভা শেষে বাংলাদেশ জার্নালকে এ খবর নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।

তিনি জানান, আগামীকাল সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক হলগুলোতে অবস্থানকারী শিক্ষার্থীদের হল ছাড়ার জন্য বলা হয়েছে।

এর আগে প্রথমে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ও পরে গ্রন্থাগারের কার্যক্রম বন্ধ ঘোষণা হয়। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবং শিক্ষার্থীদের সুরক্ষার বিষয় বিবেচনা করে শেষ পর্যন্ত আবাসিক হলও বন্ধ ঘোষণা করা হলো।

বুধবার শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্যকে হল বন্ধের জন্য আহ্বান জানানো হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বৈঠকে বসেন সিন্ডিকেট সদস্যরা।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

ক্যাম্পাস এর সর্বশেষ খবর

ক্যাম্পাস - এর সব খবর