thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

করোনার চিকিৎসায় ক্লোরোকুইন ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

২০২০ মার্চ ২০ ০০:৩৪:৪১
করোনার চিকিৎসায় ক্লোরোকুইন ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসায় ম্যালেরিয়ানিরোধী ওষুধ ক্লোরোকুইন ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, আমরা তাৎক্ষণিকভাবে এই ওষুধ বাজারজাত করতে পারবো এবং এখানেই এফডিএ (খাদ্য ও ওষুধ প্রশাসন) এত দুর্দান্ত।

ট্রাম্প বলেন, ওষুধটির অনুমোদন দেয়া হয়েছে। অনেক অনেক মাস থেকে তারা (এফডিএ) এটা তৎক্ষণিক পর্যায়ে নামিয়ে এনেছে। আমরা এখন থেকে ওষুধটি প্রেসক্রিপশনে রাখতে পারবো।

এর আগে চীনেও করোনার চিকিৎসায় ক্লোরোকুইন ব্যবহারের খবর পাওয়া গেছে। সেক্ষেত্রে এর কার্যকারিতা কতটুকু সে সম্পর্কে এখনও খুব বেশি কিছু জানা যায়নি।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ১০ হাজার ৮১৬ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৬১ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ, মারা গেছেন অন্তত ১১ জন।

সূত্র: ফোর্বস, ওয়ার্ল্ডওমিটার/দ্য রিপোর্ট/ টিআইএম/২০ মার্চ,২০২০

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর