thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

করোনা চিকিৎসায় প্রস্তুত শেখ হাসিনা বার্ন ইউনিট

২০২০ মার্চ ২০ ১৯:৫৫:১২
করোনা চিকিৎসায় প্রস্তুত শেখ হাসিনা বার্ন ইউনিট

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের (কোভিড-১৯) চিকিৎসায় শেখ হাসিনা বার্ন ইউনিটকে কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার থেকে এই হাসপাতালটিকে করোনা ভাইরাসে (কোভিড) আক্রান্তদের কোয়ারেন্টিন হিসেবে ব্যবহার করা হবে।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ও ইউনিভার্সাল ফিভার (জ্বর) ক্লিনিকের কনসালটেন্ট ডা. আহমেদুল কবির এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘কোভিড-১৯ ভাইরাস আমরা আগে কখনো দেখিনি। আমাদের দেশের কোনো রোগীর মধ্যে এই ভাইরাস পাওয়া যায়নি। এই ভাইরাসটি প্রবাসীরা দেশে নিয়ে এসেছেন। এজন্য বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদেরও একটি নির্দিষ্ট সময় (৭ থেকে ১০ দিন) পর্যন্ত চিকিৎসা দেওয়ার পরে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করতে হবে। পর্যায়ক্রমে সব চিকিৎসকের জন্য এই ব্যবস্থা করতে হবে।’

ডা. আহমেদুল কবির বলেন, ‘যেসব হাসপাতালে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসা হচ্ছে সেসব হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা বন্ধ করতে হবে। একইসঙ্গে সাধারণ হাসপাতালে যেন করোনা ভাইরাস আক্রান্তরা ঢুকতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে।’

উল্লেখ্য, দেশে নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২০। এই তিন রোগীর মধ্যে একজন ইতালি ভ্রমণ করেছেন। বাকি দুজন ইতালি থেকে আসা লোকের সংস্পর্শে এসেছিলেন।

শুক্রবার রাজধানীর মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতান এ কথা জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/২০মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর