thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৬ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধ ও বঙ্গভবনের অনুষ্ঠান বাতিল

২০২০ মার্চ ২১ ১৯:১৪:৩৮
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধ ও বঙ্গভবনের অনুষ্ঠান বাতিল

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করেছে সরকার। এছাড়া স্বাধীনতা পুরস্কার প্রদানও স্থগিত করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতের পর এই সিদ্ধান্তের ঘোষণা দেয়া হয়।

এর আগে জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডাকা সংসদের বিশেষ অধিবেশনও স্থগিত করেন রাষ্ট্রপতি। এছাড়া ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবং দুটি সংসদীয় আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।

করোনাভাইরাসে দেশে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন দুজন। আর মোট আক্রান্ত ২৪ জন। আর বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ১২ হাজারের কাছাকাছি।

(দ্য রিপোর্ট/আরজেড/২১মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর