thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

ব্যবসায়ীদের একহাত নিলেন মিম

২০২০ মার্চ ২২ ১১:০৯:২৭
ব্যবসায়ীদের একহাত নিলেন মিম

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তা থেকে জনগণকে সচেতন করতে সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থার পাশাপাশি এগিয়ে আসছেন তারকারাও। ইতোমধ্যে সুপারস্টার নায়ক শাকিব খান, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবং অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশীদ মিথিলাসহ অনেকে ফেসবুকে করোনা সচেতনতায় বিশেষ বার্তা ও ভিডিও পোস্ট করেছেন।

এবার সেই তালিকায় নাম লেখালেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। সঙ্গে ক্ষোভ ঝেড়েছেন ব্যবসায়ীদের ওপর। কয়েকদিন ধরে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এই নায়িকা। সেখান থেকে এক ভিডিও বার্তায় ব্যবসায়ীদের বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি। বলেছেন, ‘প্লিজ আপনারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াবেন না। পৃথিবীর এমন সংকটময় পরিস্থিতিতে অবৈধ উপায়ে টাকা কামানো থেকে বিরত থাকুন।’

মিম বলেন, ‘এমন বিপর্যয়ে কোথায় সবাই মানবিকতার পরিচয় দেবেন, সেখানে আমাদের পরিস্থিতি উল্টো। একটা অজুহাত পেয়েই ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছেন। সরকারের সংশ্লিষ্ট লোকজনের কাছে আমার অনুরোধ, মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে জিনিসপত্রের দাম কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন। যারা এই ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত, তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুন।’

পাশাপাশি ভোক্তাদের উদ্দেশে মিম বলেছেন, ‘দয়া করে কোনো কিছুতে আতঙ্কিত হয়ে আপনারা প্রয়োজনের অতিরিক্ত খাবার মজুত করে রাখবেন না। আপনার যতটুকু প্রয়োজন, ঠিক ততটাই কিনুন। করোনাভাইরাস থেকে বাঁচতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে একজন মানুষের মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার খুব কাজে দেয়। মিম সবাইকে এসব ব্যবহারের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি পরিচ্ছন্ন থাকতে অনুরোধ করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২২মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর