thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

সবাইকে ঘরে থাকার আহ্বান গ্রামীণফোনের

২০২০ মার্চ ২৩ ১১:১৬:৩৭
সবাইকে ঘরে থাকার আহ্বান গ্রামীণফোনের

দ্য রিপোর্ট প্রতিবেদক: সারা বিশ্বের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ।এসময়ে সবাইকে ঘরে থাকার আহ্বান করেছে দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অংশীদারও কর্মীদের নিরাপত্তাই আমাদের প্রথম এবং প্রধান বিবেচ্য। এ প্রতিকূল ও অনিশ্চয়তার সময়ে গ্রাহক সেবাদানে আমাদের দায়িত্ব হিসেবে আমরা সচেতনতা বৃদ্ধিতে, ঝুঁকি কমিয়ে আনতে এবং প্রয়োজনীয় সুরক্ষা গ্রহণে নিরলস কাজ করে যাচ্ছি।

সচেতনতা মূলক কাজের অংশ হিসেবে, আজ থেকেই গ্রামীণফোন ব্যবহারকারীরা তাদের মোবাইলে ‘স্টেহোম’ নিয়ে বার্তা পেয়েছেন।

বার্তাটি গ্রাহকের মোবাইলের সিগন্যালবারের পাশেই রয়েছে।

গ্রামীণফোন বিশ্বাস করে, এই ছোটো কিন্তু কার্যকরী রিমাইন্ডারটি সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এবং অন্যকে নিরাপদে থাকতে উৎসাহিত করবে।

গ্রামীণফোন ইতিমধ্যেই এর কর্মীদের কাজের জন্য ‘কন্টিজেন্সি’ পরিকল্পনা বাস্তবায়ন করেছে।এবং বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে গ্রাহকদের মধ্যে সচেতনতা মূলককার্যক্রমের উপরে জোর দিয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর