thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়’

২০২০ মার্চ ২৩ ১৭:৪৮:১৫
‘এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়’

দ্য রিপোর্ট প্রতিবেদক: ‘যে জলে আগুন জ্বলে’, কাব্যগ্রন্থে কবি হেলাল হাফিজ লিখেছিলেন, ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।’

সময়ের প্রয়োজনে বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সেই কবিতায় আনলেন পরিবর্তন! সোমবার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করেছেন মাশরাফি। তাতে লিখা, ‘এখন যৌবন যার বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার দেশ কে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবাইকে সচেতন করতে এ বার্তা দিয়েছেন মাশরাফি। এ নিয়ে দ্বিতীয়বার করোনা ইস্যুতে সতর্কবার্তা দিয়েছেন তিনি। বর্তমানে পরিবার নিয়ে নড়াইলে আছেন মাশরাফি। নিজ এলাকাতেও ঘুরে ঘুরে চালাচ্ছেন প্রচারণা, বাড়াচ্ছেন সচেতনতা।

শুধু মাশরাফিই নন, ক্রিকেটাররা সবাই করোনার বিরুদ্ধে সতর্কবার্তা দিচ্ছেন। তামিম, মুশফিক, সৌম্য, এনামুল, সাকিব; নিজেদের ফেসবুকে ভিডিও আপলোড করে সচেতন করছেন সবাইকে।

করোনায় থমকে আছে পৃথিবী। স্থবির হয়ে আছে ক্রীড়াঙ্গন। বাংলাদেশের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বিসিবি। ক্রিকেটাররা এখনও গৃহবন্দী।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর