thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সাধারণ ছুটিতে ২ ঘণ্টা ব্যাংক লেনদেন

২০২০ মার্চ ২৪ ১০:০২:১৩
সাধারণ ছুটিতে ২ ঘণ্টা ব্যাংক লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সরকার পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই ছুটির সময়ে খোলা থাকবে ব্যাংক, তবে লেনদেন হবে মাত্র ২ ঘণ্টা। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, সাধারণ ছুটির সময়ও ব্যাংক খোলা থাকবে। ১০ থেকে দেড়টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেন হবে সকাল ১০টা- বেলা ১২টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক সোমবার (২৩ মার্চ) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

প্রসঙ্গত, সরকার আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিন ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। সোমবার (২৩ মার্চ) ছুটি ঘোষণার বিষয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ব্যাংকে ছুটির বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর