thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

করোনায় সাহায্যের কথা ভাবছেন না শাকিব

২০২০ মার্চ ২৫ ২০:৪৭:২৯
করোনায় সাহায্যের কথা ভাবছেন না শাকিব

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণে আতঙ্কিত সারা বিশ্ব। বাংলাদেশেও এর প্রকোপ বাড়ছে। দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। দেশের এমন পরিস্থিতি মোকাবিলায় পাশে দাঁড়িয়েছেন ক্রিকেট তারকারা। দেশের শীর্ষ ২৭ ক্রিকেটার তাদের নিজেদের মাসিক বেতনের অর্ধেক টাকা অনুদান দিয়েছেন। টাকার অংকে সেই সংখ্যা ৩০ লাখেরও বেশি।

এছাড়াও এমন পরিস্থিতিতে করোনা মোকাবেলার সময়ে চলচ্চিত্রের অসচ্ছল শিল্পী-কলাকুশলীদের পাশে দাঁড়ান দেশের অন্যতম জনপ্রিয় নায়ক, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। তাদের সহযোগিতা করতে বিএফডিসিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার পরিকল্পনা করেছেন এ নায়ক।

দেশের এমন পরিস্থিতিতে কি ভাবছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান?

শাকিব খান জানিয়েছেন, এখনই তাদের জন্য কোন আর্থিক সাহায্য করার চিন্তাভাবনা করছেন না তিনি। তবে তিনি মনে করেন, প্রতিটি সচ্ছল শিল্পীর উচিত আগে তাদের কাছের মানুষ যেমন ড্রাইভার, গৃহকর্মী থেকে শুরু করে চারপাশের স্বল্প আয়ের আত্মীয়স্বজনদের খোঁজখবর নেওয়া। তাদের পাশে দাড়ানো। সেটা করলেও অনেক বড় কিছু করা হয়।

নিজের ড্রাইভার, নিরাপত্তা কর্মীদের অগ্রিম বেতনসহ ছুটি দিয়ে দিয়েছেন বলেও জানিয়েছন শাকিব।

তবে বড় ধরনের দুর্যোগ এলে সচ্ছল শিল্পীরা মিলে একত্র হয়ে একটা বড় তহবিল করা যেতে পারে বলেও মনে করেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর