thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

ভারতে মৃত্যু বেড়ে ২০, আক্রান্ত ৭২৭ জন

২০২০ মার্চ ২৭ ১০:২৩:১৮
ভারতে মৃত্যু বেড়ে ২০, আক্রান্ত ৭২৭ জন

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতে করোনাভাইরাসে বৃহস্পতিবার অব্দি মোট ২০ জন মারা গেছেন। আর দেশটিতে সবমিলিয়ে আক্রান্ত হয়েছেন ৭২৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ৪৫ জন। এখনও দেশটিতে আরও ৬৬২ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। সূত্র ওয়ার্ল্ডোমিটার।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন এক করোনা রোগীর সন্ধান মিলেছে। যার ফলে এই মুহূর্তে রাজ্যে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০য়ে।

অন্যদিকে ছত্তিশগড় রাজ্যে গত বৃহস্পতিবার আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে সেখানে মাত্র ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণে পৌঁছালো। এর আগে এই সংখ্যা ছিল তিনজন।

ভারতে ২১ দিনের লকডাউনের দ্বিতীয় দিন ছিল বৃহস্পতিবার। এদিন সাধারণ মানুষের জন্য ১ দশমিক ৭ লাখ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। খাদ্য সুরক্ষা এবং অত্যাবশকীয় পণ্য সামগ্রী কেনায় অর্থের জোগানে এই টাকা খরচ হবে বলে জানা গেছে।

এদিকে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের জন্য উদ্বেগ প্রকাশ করে অন্যান্য রাজ্যগুলিকে চিঠি দিয়ে সাহায্যের আবেদন জানিয়েছেন পশ্চিমবঙ্গ ও বিহারের মুখ্যমন্ত্রী।

এছাড়া গত সপ্তাহে নিষিদ্ধ করা আন্তর্জাতিক বিমান বাতিলের সময়সীমা বাড়িয়ে ১৪ এপ্রিল করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর