thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মা হারালেন হাবিবুল বাশার

২০২০ মার্চ ২৮ ২০:২২:৩৮
মা হারালেন হাবিবুল বাশার

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমনের মা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ দুপুর সোয়া একটার দিকে কুষ্টিয়ায় বাশারের গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন তার মা।

দুঃসংবাদটি ঢাকায় বসে শুনেছেন বাশার। তার বড় ভাই, ক্রিকেট কোচ এমদাদুল বাশার রিপন জানান, তার মা কয়েক বছর ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। গত কয়েকদিনে শরীরটা বেশি খারাপ হয়ে যায়।

গত ২২শে মার্চ অসুস্থ মাকে দেখে কুষ্টিয়া থেকে রাজধানী ঢাকা ফিরেছেন বাশার। মাকে শেষ বিদায় জানাতে কুষ্টিয়ায় যাবেন কি না এ নিয়ে দ্বিধায় আছেন তিনি। বাশার বলেন, করোনা ভাইরাস আতঙ্কে মাকে শেষবার দেখতে যাওয়ার জন্য মনটা আকুল হয়ে আছে। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে আত্মীয়-পরিজনদের বেশিরভাগই যেতে না করছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর