thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ছুটি বাড়লে প্রাথমিকে ভিডিওর মাধ্যমে ক্লাস

২০২০ মার্চ ২৯ ১০:৪৭:৫৭
ছুটি বাড়লে প্রাথমিকে ভিডিওর মাধ্যমে ক্লাস

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ আরো বাড়লে শিক্ষার্থীদের ভিডিওর মাধ্যমে ক্লাস নেওয়া হবে।

রোববার (২৯ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সচিব বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আরো দীর্ঘ হলে শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হবে । শিক্ষার্থীদের এই ঘাটতি পূরণে বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাস নেওয়ার জন্য। থানা শিক্ষা অফিসার ও ক্লাস্টার প্রধান ও উপজেলা সহকারী শিক্ষা অফিসারদের মাধ্যমে প্রধান শিক্ষকদের এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।’

শিক্ষার্থীরা ঘরে বসে পাঠ গ্রহণ করতে পারবে জানিয়ে তিনি বলেন, ‘এটি অল্প কিছু দিনের জন্য নয়; দীর্ঘ সময়ের জন্যই এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা শিক্ষকদের তালিকা তৈরি করেছি। কী কী বিষয়, কত ঘণ্টা পড়াবো তা ঠিক করা হচ্ছে। শিক্ষার্থীদের মা-বাবাদের মোবাইল নম্বর আমাদের কাছে রয়েছে। প্রধান শিক্ষকরা পাঠ দেওয়ার ব্যবস্থা নিতে সহায়তা করবেন।’

(দ্য রিপোর্ট/আরজেড/২৯মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর