thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

‘ধন্যবাদ দিতে হবে না, হুকুম করুন’

২০২০ এপ্রিল ০৪ ১৫:১৯:৫৮
‘ধন্যবাদ দিতে হবে না, হুকুম করুন’

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খান। সম্প্রতি করোনা মোকাবেলায় সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। দুই হাত উজার করে দিয়েছেন বলিউড বাদশা।

সাতটি ভিন্ন সংস্থার মাধ্যমে আর্থিক সহায়তা, খাবার, মেডিক্যাল সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দানের অঙ্গীকার করেছেন শাহরুখ। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন কিং খান।

এদিকে শাহরুখ বেড়ে উঠেছেন ভারতের দিল্লিতে। সেখানকার ২ হাজার ৫০০ দিন মজুর পরিবারের মাঝে অন্তত আগামী এক মাস বিনামূল্যে রেশন বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। তার এই মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, ‘এই মহৎ অঙ্গীকারের জন্য ধন্যবাদ শাহরুখজি। আপনার এই অবদান সংকটময় মুহূর্তে অনেক মানুষের জীবনে কাজে লাগবে।’

এর পরিপ্রেক্ষিতে শাহরুখ লিখেছেন, ‘স্যার, আপনিও তো দিল্লির বাসিন্দা, ধন্যবাদ দিতে হবে না, হুকুম করুন। দিল্লির ভাই-বোনদের জন্য যথাসাধ্য কাজ করার চেষ্টা করব। সৃষ্টিকর্তা চাইলে খুব দ্রুত আমরা এই সমস্যা কাটিয়ে উঠব।’

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় এগিয়ে আসছেন বলিউড তারকারা। এই সংকট নিরসনে বিভিন্নভাবে অবদান রাখছেন তারা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর