thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

করোনায় লড়াইয়ের জন্য নেইমারের ১০ লাখ ডলার অনুদান

২০২০ এপ্রিল ০৪ ১৯:২৮:০০
করোনায় লড়াইয়ের জন্য নেইমারের ১০ লাখ ডলার অনুদান

দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বজুড়ে আতঙ্কের নাম হয়ে ওঠা করোনাভাইরাসের জন্য অসহায় অবস্থায় পড়ছেন অনেক মানুষ। তাদের সহায়তায় এগিয়ে এসেছেন ক্রীড়াঙ্গনের তারকারাও।

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারও তার দেশের মানুষের জন্য বিশাল অঙ্কের অনুদান দিয়েছেন। ব্রাজিলে ইতিমধ্যে প্রায় ১০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আছেন। মারা গেছেন ৩৬৫ জন।

প্যারিস থেকে ব্রাজিলে পাড়ি জমানো নেইমার নিজেও আছেন কোয়ারেন্টাইনে। এ অবস্থায় করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজ দেশে ১০ লাখ ডলার অনুদান দিয়েছেন নেইমার। এমন খবর প্রকাশ করেছে ব্রাজিলের টিভি নেটওয়ার্ক ‘এসবিটি’।

নিজেদের প্রতিবেদনে তারা জানিয়েছে, নেইমারের এই অনুদান দুই জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে। এর একটি অংশ যাবে তার বন্ধু লুচিয়ানো হুকের ত্রাণ তহবিলে। অন্য অংশ দেওয়া হবে শিশুদের জন্য কাজ করা ইউনিসেফের কাছে।

নিজের অনুদানের বিষয়টি প্রকাশ করতে চাননি নেইমার। এর আগে গত মাসে প্যারিসেও অনুদান দিয়েছেন বলে শোনা গেলেও সেটি নিয়েও কিছু বলেননি এই তারকা ফুটবলার। ব্রাজিলে অনুদানের বিষয়ে তার ম্যানেজমেন্ট দল বলেন, ‘আমরা কখনও অনুদান কিংবা পরিমাণ নিয়ে কথা বলি না।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৪এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর