thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

করোনাভাইরাসের ওষুধ তৈরি করেছে ইরান

২০২০ এপ্রিল ০৬ ০৮:৪২:১০
করোনাভাইরাসের ওষুধ তৈরি করেছে ইরান

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসের ওষুধ তৈরি করেছে ইরান। ওষুধটির জেনেরিক নাম ‘ফ্যাভিপিরাভির হলে এটি টি-৭০৫’। তবে এটি আভিজেন নামেও কোথাও কোথাও পরিচিত।

এ ওষুধ তৈরির কথা জানিয়েছেন তেহরানের শীর্ষস্থানীয় হাসপাতাল মাসিহ্ দানেশভারির প্রধান ডা. আলী আকবর বেলায়েতি। মাসিহ্ দানেশভারি হাসপাতালেই সবচেয়ে বেশি চিকিৎসা করানো হচ্ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের।

চিকিৎসা সেবায় নিয়োজিত হাসপাতালের কর্মীদের সঙ্গে বৈঠকের সময় ডা. আলী আকবর বেলায়েতি আরও জানান, তেহরানের শহীদ বেহেশতি চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ওষুধটি তৈরি করেছে এবং তা হাসপাতালকে সরবরাহ করেছে।

তেহরানের এ হাসপাতালে করোনা রোগীদের সব চিকিৎসা-সেবা ফ্রি দেওয়া হয় বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. আলী আকবর বেলায়েতি ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

সূত্র: পার্সটুডে

(দ্য রিপোর্ট/আরজেড/০৬এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর