thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আবার ছেলে সন্তানের বাবা হলেন রিয়াদ

২০২০ এপ্রিল ০৭ ১৭:২০:০৭
আবার ছেলে সন্তানের বাবা হলেন রিয়াদ

দ্য রিপোর্ট প্রতিবেদক: আবার ছেলে সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিজেই জানিয়েছেন রিয়াদ। ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে রিয়াদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। গত রাতে (সোমবার) আমাদের দ্বিতীয় ছেলের জন্ম হয়েছে। আপনারা সবাই তার জন্য দেয়া করবেন।’

২০১১ সালের ২৫ জুন মাহমুদউল্লাহ রিয়াদ বিয়ে করেন জান্নাতুল কাওসার মিষ্টিকে। ২০১২ সালের ৩ জুন তিনি প্রথমবারের মতো বাবা হন। এই দম্পতির ঘরে আসে পুত্র সন্তান। এবারও রিয়াদ-মিষ্টির ঘরে পুত্র সন্তান এলো।

অন্যদিকে, আরেক টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানও আবার বাবা হতে চলেছেন। বিষয়টি সাকিব নিজেই নিশ্চিত করেছেন। তাদের ঘরে আবার কন্যা সন্তান আসছে বলে জানিয়েছেন তিনি। সাকিব তার স্ত্রী ও কন্যার সঙ্গে এখন যুক্তরাষ্ট্রে আছেন।

২০১২ সালের ১২ ডিসেম্বর (১২-১২-১২) তে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। ২০১৫ সালের নভেম্বরে শিশিরের কোল আলো করে পৃথিবীতে আসে আলাইনা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর