thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বিশ্বকাপের স্বাগতিক হতে ঘুষ দিয়েছিল রাশিয়া-কাতার!

২০২০ এপ্রিল ০৮ ০৯:০৯:২১
বিশ্বকাপের স্বাগতিক হতে ঘুষ দিয়েছিল রাশিয়া-কাতার!

দ্য রিপোর্ট ডেস্ক: ২০১৮ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে রাশিয়াতে। ২০২২ বিশ্বকাপ গড়াবে কাতারে। ‘ঘুষ’ দিয়ে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছে কাতার ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট আদালতে এমন অভিযোগই তুলেছেন কৌঁসুলিরা। ফুটবলে দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। সোমবার নতুন তদন্ত প্রতিবেদনে এ অভিযোগ করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, ‘ফিফা নির্বাহী কমিটির কয়েকজন সাবেক সদস্য ভোট নিয়ে ঘুষের প্রস্তাব পেয়েছিলেন এবং তা গ্রহণও করেছিলেন।’

এ ব্যাপারে দক্ষিণ আমেরিকা ফুটবলের (কনমেবল) সাবেক প্রধান নিকোলাস লিওজ এবং ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সাবেক সভাপতি রিকার্ডো টিসেইরার বিপক্ষে অভিযোগ গঠন করেছে মার্কিন বিচার বিভাগ। তারা আরও জানায়, ‘২০২২ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব কাতারকে পাইয়ে দিতে টাকার বিনিময়ে ভোট দিয়েছিলেন দু’জনই।’

২০১৮ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব রাশিয়াকে পাইয়ে দিতে টাকার বিনিময়ে ভোট দিয়েছিলেন সাবেক ফিফা সহসভাপতি জ্যাক ওয়ার্নার। ৪ মিলিয়ন পাউন্ড পেয়েছিলেন তিনি। ভোটাভুটিতে ইংল্যান্ডকে হারিয়ে ২০১৮ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছিল রাশিয়া।

গত বছর নিজ গৃহে মারা যান লিওজ। ২০০৬ থেকে ২০১২ সালের মধ্যে নানা ব্যাপারে ঘুষ নেওয়ায় ফুটবল থেকে আজীবনের জন্য টিসেইরাকে আগেই নিষিদ্ধ করে ফিফা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর