thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১,  ১৬ জমাদিউল আউয়াল 1446

সেপ্টেম্বরে মিলতে পারে করোনাভাইরাসের ভ্যাকসিন

২০২০ এপ্রিল ১১ ০৯:০৪:৪২
সেপ্টেম্বরে মিলতে পারে করোনাভাইরাসের ভ্যাকসিন

দ্য রিপোর্ট ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বর মাস নাগাদ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া যেতে পারে বলে জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সারাহ গিলবার্ড।

শনিবার (১১ এপ্রিল) যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য মিলেছে।

ব্রিটেনের ভ্যাকসিন বিষয়ে সবচেয়ে অগ্রসরমান গবেষণাগারে কর্মরত এ গবেষক জানান, তার গবেষকদল আগামী হেমন্তের মধ্যেই এ ভ্যাকসিনের প্রায় ৮০ শতাংশ কাজ এগিয়ে নিতে পারবেন বলে আত্মবিশ্বাসী।

মার্চ মাসে তিনি আশা প্রকাশ করেছিলেন- ভ্যাকসিন তৈরির কাজ ২০২০ সালের শেষদিকে সম্পন্ন করতে পারবেন। তবে এটা এখন নিশ্চিত যে, দুই সপ্তাহের মধ্যেই এ ভ‌্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হতে যাচ্ছে।

কোভিড-১৯ এর ভ্যাকসিন তৈরি করতে ১৮ মাস সময় লাগতে পারে এমন পূর্ব ঘোষণা সত্ত্বেও তিনি বলেন, ‘সবকিছু যদি সঠিকভাবে কাজ করে, তবে সেপ্টেম্বরেই এর উৎপাদন শুরু করা যেতে পারে।’

এদিকে ভ্যাকসিন বিশেষজ্ঞরা বলছেন- আসলে কেউই নিশ্চয়তা দিয়ে বলতে পারে না যে, এটা সত্যি কাজ করবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১১এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর