thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১,  ৬ রবিউস সানি 1446

মাশরাফির উদ্যোগে ‘জীবাণুনাশক কক্ষ’

২০২০ এপ্রিল ১১ ১৯:৪৪:০৯
মাশরাফির উদ্যোগে ‘জীবাণুনাশক কক্ষ’

দ্য রিপোর্ট প্রতিবেদক: নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং টাইগার ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা করোনা সঙ্কটে সোচ্চার শুরু থেকেই। নিজ আসনের মানুষের জন্য এই সঙ্কটময় মুহুর্তে নিচ্ছেন একের পর এক দৃষ্টান্ত স্থাপনকারী উদ্যোগ। মাশরাফির ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ এর মাধ্যমে এবার নড়াইল সদর হাসপাতাল গেটে স্থাপিত করা হয়েছে ‘ডিসইনফেক্টর চেম্বার’ বা জীবাণুনাশক কক্ষ।

হাসপাতালে প্রবেশ করার সময় এই কক্ষের মাধ্যমে প্রবেশ করলে সেই মানুষের শরীরে জীবাণুনাশক স্প্রে ছিটানো হবে। স্টিম বা বাষ্প ছিটানো এই স্প্রে জীবাণু ধ্বংসের একটি কার্যকর পদ্ধতি। এতে করে শরীর ভিজে যাবে না আবার জীবাণুও মরে যাবে। এর মাধ্যমে হাসপাতালে প্রবেশ ও প্রস্থানকারী সকলেই উপকার পাবেন।

এর আগে করোনাভাইরাস ছাড়া অন্যান্য রোগে আক্রান্তরা যেন সঠিক চিকিৎসা পায়, এ কারণে ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থাও চালু করেন মাশরাফি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে এই উদ্যোগ নেন। দ্বীপ বিশ্বাস এবং স্বপ্না রানি সরকার নামের দুই ডাক্তার নড়াইলের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন এবং দুস্থদের সঠিক চিকিৎসা প্রয়োগের যথার্থ চেষ্টা চালাচ্ছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১১এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর