thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

স্বাস্থ্যবিধি মেনে চলাই নববর্ষের শপথ

২০২০ এপ্রিল ১৪ ১৪:২০:৫০
স্বাস্থ্যবিধি মেনে চলাই নববর্ষের শপথ

দ্য রিপোর্ট প্রতিবেদক: এবারের বাংলা নববর্ষে দেশের সকল মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলা, সচেতনতা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার শপথ নিয়ে সম্মিলিত অঙ্গীকার করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলার নববর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ আহ্বান জানান।

দেশের মানুষকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। বাংলা বর্ষবরণ বাঙালি জাতির জীবনে সর্ববৃহৎ সার্বজনীন সাংস্কৃতিক উৎসব। বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক সাংষ্কৃতির চেতনার উদ্ভাসিত হওয়ার দিন পয়লা বৈশাখ। এ দিনে নতুন আহবানের মধ্যে দিয়ে জাতি ধর্ম নির্বিশেষে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে বাংলা নবর্ষকে বরণ করে নেয়। আমরা সুন্দর ও চিরমঙ্গলের জয়গান করি।’

তিনি বলেন, ‘প্রতি বছর মানুষ চিরায়ত বাঙালি সাজে বিভিন্ন আচার-আচরনে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করে। কিন্তু এবার বাংলা নববর্ষ এমন একটি সময়ে আমাদের সামনে হাজির হয়েছে যখন ভয়ানক প্রাণঘাতীতে আক্রান্ত হয়ে মানবিক বিপর্য়ের মুখে সমগ্র পৃথিবী, সমগ্র বাংলাদেশ। আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশও বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে প্রনান্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।’

'করোনা একটি অতিমাত্রায় সংক্রমিত ভাইরাস। এ ভাইরাসের কোনো প্রতিষেধক বা প্রতিকার না থাকায় একমাত্র শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব এবং ঘরে থাকার শৃঙ্খলা মেনে চলাই হচ্ছে প্রতিরোধের উত্তম পন্তা। কাজেই জনসমাগম এড়িয়ে ঘরে বসেই চিরায়ত বাঙালির চেতনায় এবারের বাংলা নববর্ষ উদযাপন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

পয়লা বৈশাখের উদযাপনের এতিহ্য আমাদের জাতিগত সংহতি, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় করবে আশাবাদ ব্যক্ত করে বাংলা নববর্ষ মঙ্গল ও কল্যাণ কামনা করে ওবায়দুল কাদের।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর