thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে ২৪শ’র বেশি মৃত্যু

২০২০ এপ্রিল ১৫ ০৯:১০:৫১
করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে ২৪শ’র বেশি মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের তান্ডবে যুক্তরাষ্ট্রে এক দিনে ২ হাজার ৪শ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশটিতে নতুন করে আরও ২৬ হাজার ৯শ ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

গবেষণা ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসেব অনুযায়ী, আক্রান্ত এবং নিহতের দিক থেকে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার পর্যন্ত সেখানে ৬ লাখ ১৩ হাজার ৮শ ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৬ হাজার ৯শ ৪৫ জন।

দেশটিতে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২৬ হাজার ৪৭ জনের মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে শুধু একদিনেই ২ হাজার ৪শ ৭ জন মারা গেছে। এছাড়া আক্রান্তদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে ৩৮ হাজার ৮শ ২০ জন।

করোনা যুক্তরাষ্ট্রে সবচে বেশি আঘাত হেনেছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে। সেখানে এ পর্যন্ত ২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ১০ হাজার ৮শ ৩৪ জন। নিউ জার্সিতে আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৮শ ২৪ জন। এছাড়া মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮শ ৫ জনে।

আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইউরোপের দেশ স্পেন। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে ১ লাখ ৭৪ হাজার ৬০ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছে ১৮ হাজার ২শ ৫৫ জন। মৃত্যুর দিক থেকে দেশটি তৃতীয় শীর্ষস্থানে রয়েছে। সেখানে সুস্থ হয়ে উঠেছে সাড়ে ৬৭ হাজার।

প্রাণঘাতী এ ভাইরাসে ইউরোপের আরেক দেশ ইতালিতে দ্বিতীয় সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটিতে ২১ হাজার ৬৭ জনের মৃত্যু হয়েছে। শুধু মঙ্গলবারে ৬শ জনের বেশি মারা গেছে। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৪শ ৮৮ জন আক্রান্ত হয়েছে। চিকিৎসাধীন রয়েছে ১ লাখ ৪শ জনের বেশি।

চীনের উহান থেকে বিশ্বের ২ শতাধিক দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে সবশেষ হিসেব অনুযায়ী, আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৯৭ হাজার ৬শ ২০ জনে দাঁড়িয়েছে। মারা গেছে ১ লাখ ২৬ হাজার ৬ শ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে প্রায় পৌনে ৫ লাখ মানুষ। চিকিৎসাধীনদের মধ্যে ৫১ হাজার ৬০০ জনের অবস্থা আশঙ্কাজনক।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর