thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

চীনের ল্যাবে করোনার উৎপত্তির দাবি প্রত্যাখ্যান

২০২০ এপ্রিল ১৬ ১৫:৫৬:০১
চীনের ল্যাবে করোনার উৎপত্তির দাবি প্রত্যাখ্যান

দ্য রিপোর্ট ডেস্ক: প্রাণঘাতী ভাইরাস করোনার উৎপত্তি নিয়ে জল কম ঘোলা হয়নি। এই ভাইরাস উহানের ল্যাবে তৈরি হয়েছে এমন দাবি প্রতিষ্ঠা করতে তদন্ত শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা সিএনএন’র এমন রিপোর্টের প্রতিক্রিয়ায় চীন জানালো, আমেরিকানদের এমন দাবির সপক্ষে কোনো প্রমাণ নেই।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ঝাও লিজিয়ান বৃহস্পতিবার বলেছেন, ‘নোভেল করোনাভাইরাসের উৎপত্তি ও বাহক নিয়ে চীনের অবস্থান পরিষ্কার। আমরা সবসময় একটা কথা বলছি, এটা বৈজ্ঞানিক ব্যাপার যা বিজ্ঞানী ও চিকিৎসা বিশেষজ্ঞদের গবেষণার বিষয়।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি মনে করিয়ে দিলেন লিজিয়ান, ‘আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বারবার বলেছেন যে এই ভাইরাসের উৎপত্তি ল্যাবে হয়েছে এর কোনো প্রমাণ নেই। বিশ্বের অনেক বিখ্যাত চিকিৎসা বিশেষজ্ঞ এই তত্ত্বকে ‘ল্যাব ফাঁস’ হিসেবে দাবি করেছেন, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।’

বিশ্বজুড়ে ভয়াবহ থাবা বসানো এই ভাইরাস রোধে চীন সব দেশকে সহযোগিতা করতে চায় বললেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী, ‘একটি সংক্রামক রোগ মানবজাতি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শত্রু। কেবল সবার সহযোগিতায় একে হারানো সম্ভব। অন্য দেশগুলোর সঙ্গে কাজ করে যাবে চীন, একে অন্যকে সহায়তা করবে। মানবতা ও সংক্রামক রোগের মধ্যকার লড়াইয়ে জিততে আমরা এক হয়ে কাজ করবো।’

(দ্য রিপোর্ট/আরজেড/১৬এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর