thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

পরবর্তী ঘোষণা পর্যন্ত আইপিএল স্থগিত

২০২০ এপ্রিল ১৭ ০৯:৫৪:৫৭
পরবর্তী ঘোষণা পর্যন্ত আইপিএল স্থগিত

দ্য রিপোর্ট ডেস্ক: করোনা ভাইরাসের কারণে দিন দিন খারাপের দিকে যাচ্ছে ভারতের পরিস্থিতি। বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। তাতে আরও বেশি অনিশ্চয়তায় পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির ত্রয়োদশ আসর। পরিস্থিতি বিবেচনায় আসরটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

আগে থেকেই পাওয়া যাচ্ছিল এমন সিদ্ধান্তের আভাস। বৃহস্পতিবার এক বিবৃতিতে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল বিসিসিআই।

বোর্ড সচিব জয় শাহ এক বার্তায় জানান, বিশ্ব জুড়ে কভিড-১৯ এর প্রকোপ ও সরকারের লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেওয়ার ফলে বিসিসিআই ও আইপিএল’র গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী ঘোষণা পর্যন্ত স্থগিত রাখা হবে আইপিএল।

প্রথমে ২৯ মার্চ থেকে আইপিএল শুরুর কথা থাকলেও তা স্থগিত রাখা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউনের সময়সীমা বাড়িয়ে দেন ৩ মে পর্যন্ত। তাই ১৫ এপ্রিল আইপিএল শুরু করার পরিকল্পনা ভেস্তে যায়। চলমান অবস্থায় আইপিএল’র এবারের আসর বাতিল হয়ে যেতে পারেই বলেই জোর গুঞ্জন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর