thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

রমজানে আল আকসা মসজিদ বন্ধ

২০২০ এপ্রিল ১৭ ০৯:৫৪:৫৭
রমজানে আল আকসা মসজিদ বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসের কারণে রমজান মাসের পুরোটা সময় বন্ধ থাকবে জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বর। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান বন্ধের সিদ্ধান্তকে ‘বেদনাদায়ক’ বলেছে জর্ডান নিয়োগকৃত কাউন্সিল জেরুজালেম ইসলামিক ওয়াকফ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে কাউন্সিল বলেছে, ‘বৈধ ফতোয়া ও চিকিৎসা পরামর্শের ভিত্তিতে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজেদের সুরক্ষার কারণে রমজান মাসে মুসলমানদের ঘরে নামাজ পড়া উচিত বলেছে কাউন্সিল।

অবশ্য মসজিদ চত্বরের পরিবেশ স্বাভাবিকই থাকবে। ওই বিবৃতিতে যোগ করা হয়েছে, রমজানের সময় ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন মুসলমানরা। ধর্মানুরাগীদের মসজিদে প্রবেশে বাধা নেই।

এই মসজিদে প্রায় হাজারখানেক মুসলমান নিয়মিত নামাজ পড়েন। হযরত মুহাম্মদ (সা) মক্কার মসজিদুল হারাম থেকে এই মসজিদে এসেছিলেন এবং আল্লাহর সঙ্গে সাক্ষাতে এখান থেকে উর্ধ্বাকাশে যান।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর