thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

সোহরাওয়ার্দী হাসপাতালে ৩২ চিকিৎসক-নার্সের নমুনা সংগ্রহ

২০২০ এপ্রিল ১৯ ১৬:৪৪:৪৯
সোহরাওয়ার্দী হাসপাতালে ৩২ চিকিৎসক-নার্সের নমুনা সংগ্রহ

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে মোট ১০২ জন করোনা সন্দেহভাজন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ৩২ জন চিকিৎসক ও নার্স। সোহরাওয়ার্দী হাসপাতালের সহকারী পরিচালক মামুন মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রবিবার (১৯ এপ্রিল) এদের নমুনা সংগ্রহ করা হয়। চিকিৎসা প্রদানকালে রোগীর সংস্পর্শে আসার কারণে তাদের নমুনা নেওয়া হয়েছে।’

এর আগে শনিবার (১৮ এপ্রিল) এই হাসপাতালে সাড়ে পাঁচ বছরের শিশুর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়। ওই শিশুটির চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট সব চিকিৎসক ও নার্সের নমুনা সংগ্রহ করা হয়। অপর ৭০ জন সাধারণ মানুষের নমুনা মিলিয়ে মোট ১০২ জনের নমুনা টেস্টের ব্যবস্থা করা হয়েছে।

সোহরাওয়ার্দী হাসপাতালে পাঁচ জন চিকিৎসক এরইমধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে বলেও উল্লেখ করেন মামুন মোর্শেদ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর