thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সড়ক দুর্ঘটনায় আহত ইমরুলের বাবা মারা গেছেন

২০২০ এপ্রিল ২০ ১২:৩৯:০০
সড়ক দুর্ঘটনায় আহত ইমরুলের বাবা মারা গেছেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় আহত জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান ইমরুল কায়েসের বাবা বানি আমিন অবশেষে মার গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রোববার রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ২৩ মার্চ নসিমনের ধাক্কায় গুরুতর আহত হন মেহেরপুরের বাসিন্দা বানি আমিন। পা ও কানে মারাত্মক আঘাত পান তিনি। পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।

অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় হেলিকপ্টারে করে নিয়ে আসা হয় ঢাকায়।

ইমরুলের বাবার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রিকেটাঙ্গনে। গভীরভাবে শোকাহত তার সতীর্থরা। শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

(দ্য রিপোর্ট/আরজেড/২০এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর