thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি 25, ২৫ মাঘ ১৪৩১,  ৮ শাবান 1446

সলিমুল্লাহ মেডিক্যালে ২৩ চিকিৎসকসহ করোনা আক্রান্ত ৪১

২০২০ এপ্রিল ২০ ১৫:১৬:২৬
সলিমুল্লাহ মেডিক্যালে ২৩ চিকিৎসকসহ করোনা আক্রান্ত ৪১

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৩ চিকিৎসকসহ ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ উন নবী।

হাসপাতালের পরিচালক বলেন, ‘গত সপ্তাহে তথ্য গোপন করা সার্জারি বিভাগের একজন রোগীর অপারেশন হয়। তার মাধ্যমেই এ সংক্রমণ হয়েছে বলে ধারণা করছি।’

তিনি আরও বলেন, ‘আক্রান্তদের মধ্যে সার্জারি, মেডিসিন, গাইনিসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক রয়েছেন। এ ছাড়াও ১০ জন নার্স, ৭ জন অন্য স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন আনসার আক্রান্ত হয়েছেন। তবে তারা সবাই মোটামুটি ভালো আছেন, জটিলতা নেই।’

তিনি জানান, আক্রান্তরা আইসোলেশনে আছেন। সংস্পর্শে আসা বাকিদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২০এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর