thereport24.com
ঢাকা, সোমবার, ১৭ মার্চ 25, ৩ চৈত্র ১৪৩১,  ১৭ রমজান 1446

‘ত্রাণ অনিয়মে জড়িতদের ছাড় নেই’

২০২০ এপ্রিল ২১ ১৫:০০:৪৭
‘ত্রাণ অনিয়মে জড়িতদের ছাড় নেই’

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, করোনাভাইরাস সংক্রমণের বৈশ্বিক মহামারিতে যে সকল জনপ্রতিনিধি গরিব মানুষর জন্য দেওয়া ত্রাণ সামগ্রী নিয়ে অনিয়ম বা আত্মসাৎ করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর উত্তরায় রাজউক, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ কয়েকটি খাল পরিদর্শন কালে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সারা বিশ্বের মতো বাংলাদেশেও মহামারি থেকে রক্ষা পেতে ঘরে থাকার জন্য বলা হয়েছে। এ অবস্থায় দেশের প্রান্তিক গরিব জনগোষ্ঠীর জন্য খাদ্য সহায়তা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দেওয়া হচ্ছে। এসব ত্রাণ সামগ্রী বিতরণকালে যদি কোনো অনিয়ম খুঁজে পাওয়া যায় তাহলে আমরা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করছি। ত্রাণ নিয়ে নয়-ছয় হলে কোনো ছাড় পাবে না।’

এসব অনিয়ম বা ত্রাণ আত্মসাতের সঙ্গে জড়িত বেশ কিছু জনপ্রনিধিকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শুধু বহিষ্কার নয়, নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলার মুখোমুখিও করা হয়েছে।’

খাল পরিদর্শনের বিষয়ে তিনি বলেন, ‘রাজধানীর চারপাশে দিয়ে বয়ে যাওয়া খালগুলো এ বর্ষার আগে পরিষ্কার রাখার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। করোনার পর ডেঙ্গু মশার প্রাদুর্ভাব যাতে নগরবাসীর জন্য বাড়তি সমস্যার কারণ না হয় সেজন্য আমরা খালগুলো পরিষ্কার করার ওপর জোর দিয়েছি।’

খাল পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল আতিকুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. হেলাল উদ্দিন, ঢাকা ওয়াসার এমডি তাকসিন এ খান, রাজউকের চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/আরজেড/২১এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর