thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ইতিকাফ বাতিল

২০২০ এপ্রিল ২১ ১৯:০৯:৩৯
মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ইতিকাফ বাতিল

দ্য রিপোর্ট ডেস্ক: করোনা প্রাদুর্ভাবের কারণে এবার মক্কায় মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববিতে রমজানে ইতিকাফ বাতিল করেছে সৌদি কর্তৃপক্ষ। সোমবার দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সির টুইটার পেজে এ ঘোষণা দেওয়া হয়েছে।

প্রতি বছর রমজানের শেষ ১০ দিনে মসজিদুল হারাম ও মসজিদে নববিসহ বিশ্বের সব মসজিদে ইতিকাফ করা হয়। মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ইতিকাফে অংশ নেয় এক লাখেরও বেশি রোজাদার।

জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেইখ আব্দুর রহমান আল সুদাইস জানান, এবার করোনাভাইরাসের কারণে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ইতিকাফ বাতিল করা হলো। একই সঙ্গে দুই মসজিদে ইফতারির পর্বও বাতিল করা হয়েছে।

তিনি জানান, দুই পবিত্র মসজিদে তারাবিহ’র নামাজ আদায় করা হবে। তবে এতে সাধারণ মসুল্লি থাকতে পারবেন না। কেবল প্রেসিডেন্সির সদস্য ও মসজিদের পরিচ্ছন্নতা কর্মীরা নামাজে অংশগ্রহণ করতে পারবেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২১এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর