thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৮ শাবান 1446

শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্টের ফোন

২০২০ এপ্রিল ২২ ১৪:৩৬:৫৩
শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্টের ফোন

দ্য রিপোর্ট প্রতিবেদক: মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণসামগ্রী পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ।

বুধবার বেলা ১১টায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মালদ্বীপে চিকিৎসা সরঞ্জাম ও ত্রাণসামগ্রী প্রেরণ করায় শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্ট ধন্যবাদ জানিয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ সময় দুই নেতা দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে মালদ্বীপকে সহযোগিতা কথা আগেই জানায় বাংলাদেশ। সেই অনুযায়ী আজ ১০০ টন খাদ্য, ওষুধ ও মেডিকেল সামগ্রী হস্তান্তর করা হয়। মালদ্বীপে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ।

(দ্য রিপোর্ট/আরজেড/২২এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর