thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৮ শাবান 1446

সাবেক মন্ত্রিপরিষদ সচিব সা’দত হুসাইন আর নেই

২০২০ এপ্রিল ২৩ ০৮:৫৯:০১
সাবেক মন্ত্রিপরিষদ সচিব সা’দত হুসাইন আর নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সা’দত হুসাইন আর নেই। বুধবার রাত পৌনে ১১ টার দিকে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সা’দত হুসাইনের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ১০ দিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। কিডনিসহ নানা রকমের শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

আজ বৃহস্পতিবার নিকুঞ্জ-১ এলাকায় তাকে দাফন করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও তিনি শিক্ষাসচিবসহ একাধিক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। তাঁর জন্ম ১৯৪৬ সালে নোয়াখালীতে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর