thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৮ শাবান 1446

‘প্রথম ৪৫ দিনে বাংলাদেশের অবস্থা ইউরোপ-আমেরিকার চেয়ে ভালো’

২০২০ এপ্রিল ২৩ ১৫:৩২:২৭
‘প্রথম ৪৫ দিনে বাংলাদেশের অবস্থা ইউরোপ-আমেরিকার চেয়ে ভালো’

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রথম ৪৫ দিনে বাংলাদেশের অবস্থা ইউরোপ-আমেরিকার চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রথম ৪৫ দিনে বাংলাদেশের করোনা পরিস্থিতি অন্যান্য দেশগুলোর চেয়ে ভালো। প্রথম ৪৫ দিনে ইতালিতে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখের উপরে। স্পেনে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২০ হাজার। সেই তুলনায় বাংলাদেশে প্রথম ৪৫ দিনে ৪ হাজার ১৮৬ জন আক্রান্ত হয়েছে।

তিনি মৃত্যুর সংখ্যা জানিয়ে বলেন যে, ইউরোপ আমেরিকায় যখন প্রথম ৪৫ দিনে মৃত্যু হাজার ছারীয়ে গিয়েছিল বাংলাদেশে সেখানে মৃত্যু এ পর্যন্ত ১২৭ জন।

তিনি বলেন যে, বাংলাদেশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কারণে করোনা পরিস্থিতি এখনও অন্যান্য দেশের চেয়ে ভালো।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩এপ্রিল,২০২০)



পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর