thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১৬ জন, মোট ১০৮

২০২০ এপ্রিল ২৩ ১৫:৫৫:১৮
একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১৬ জন, মোট ১০৮

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা ভাইরাসে দেশে নতুন করে আরও ১৬ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বৃস্পতিবার করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১৮৬ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২৭ জনে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৬ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০৮ জন।

ব্রিফিং এ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯২১টি নমুনা সংগ্রহ করা হয়। আর নমুনা পরীক্ষা করা হয় তিন হাজার ৪১৬ জনের। যে ৭ জন মারা গেছেন তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন নারী। তাদের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে চার জন। ৫১-৬০ বছরের মধ্যে আছেন দুইজন, ৪১-৫০ বছর বয়সের মধ্যে আছেন একজন। সবাই ঢাকার।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর