thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

মৃত্যুতে পুরুষদের ছাড়ালো নারীরা

২০২০ এপ্রিল ২৫ ১৫:১৩:৪৭
মৃত্যুতে পুরুষদের ছাড়ালো নারীরা

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশে করোনার শুরু থেকেই আক্রান্ত ও মৃত্যুতে নারীদের চেয়ে পুরুষরাই ছিল অনেকটা এগিয়ে। কিন্তু আজ এই ধারায় ছেদ পড়লো। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও নয় জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। এদের মধ্যে পাঁচজন নারী ও চারজন পুরুষ, তিনজন ঢাকার এবং ছয়জন ঢাকার বাইরের বাসিন্দা। এ নিয়ে ভাইরাসটিতে ১৪০ জনের মৃত্যু হলো। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩০৯ জন। এতে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে চার হাজার ৯৯৮।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর