thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

পুরোহিতসহ আক্রান্ত ৩৬, ইসকন মন্দির লকডাউন

২০২০ এপ্রিল ২৬ ০৮:২৮:০৩
পুরোহিতসহ আক্রান্ত ৩৬, ইসকন মন্দির লকডাউন

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুরোহিতসহ ৩৬ জন করোনায় আক্রান্ত হওয়ায় পুরান ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির লকডাউন করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) মন্দিরটি লকডাউন করে লোকজনকে সতর্ক করা হয়। এর আগে গতকাল শুক্রবার রাতে তাদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজু মিয়া।

ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ্ ইফতেখারুল ইসলাম জানান, মন্দিরে অবস্থান করা ৩৬ জনের মধ্যে কয়েকজনের সর্দি-কাশি হলে সবাইকে পরীক্ষা করায় মন্দির কর্তৃপক্ষ। প্রথম পরীক্ষায় সবারই করোনা পজিটিভ এসেছে। আগামী সোমবার দ্বিতীয়বার পরীক্ষা করানো হবে।

ওসি সাজু মিয়া বলেন, ‘মন্দিরটিতে অবস্থান করা ৩৬ জনের করোনা পজেটিভ হওয়ার খবর পেয়ে মন্দিরটি লকডাউন করা হয়েছে।’

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, মন্দিরে কিছুদিন আগে ভারত থেকে কয়েকজন লোক আসেন। তাদের মাধ্যমেই ভাইরাস সংক্রমণ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া মন্দিরে পুলিশি পাহারা বসানো হয়েছে। মন্দিরের আশেপাশে কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর