thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

করোনা জয় করলেন ৮ লাখ ৩৫ হাজার মানুষ

২০২০ এপ্রিল ২৬ ১৬:২৬:৪৩
করোনা জয় করলেন ৮ লাখ ৩৫ হাজার মানুষ

দ্য রিপোর্ট ডেস্ক: বৈশ্বিক মহামারী কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে মারা গেছেন ২ লাখ তিন হাজার ৩১৯ জন।তবে সুখবর হচ্ছে-ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন মানুষ।

করোনায় প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, কোভিড-১৯ এ বিশ্বে আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ২৩ হাজার ৮২১ জন। তাদের মধ্যে বর্তমানে ১৮ লাখ ৮০ হাজার ৯৪২ জন চিকিৎসাধীন এবং ৫৭ হাজার ৮৬৩ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে এক লাখ ১৮ হাজার ১৬২ জন, স্পেনে ৯৫ হাজার ৭০৮ জন, চীনের মূল ভূখণ্ডে ৭৭ হাজার ৩৯৪, ইরানে ৬৮ হাজার ১৯৩, ইতালিতে ৬৩ হাজার ১২০ এবং ফ্রান্সে ৪৪ হাজার ৫৯৪ জন সুস্থ হয়ে উঠেছে।

এছাড়া তুরস্কে ২৫ হাজার ৫৮২ জন, সুইজারল্যান্ডে ২১ হাজার ৩০০, কানাডায় ১৬ হাজার ৪২৫, অস্ট্রিয়ায় ১২ হাজার ১০৩, বেলজিয়ামে ১০ হাজার ৪১৭, দক্ষিণ কোরিয়ায় আট হাজার ৭১৭, অস্ট্রেলিয়ায় পাঁচ হাজার ৫২৩ ও মালয়েশিয়ায় তিন হাজার ৭৬২ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর