thereport24.com
ঢাকা, সোমবার, ১৭ মার্চ 25, ৩ চৈত্র ১৪৩১,  ১৭ রমজান 1446

করোনা প্রতিরোধে শেখ হাসিনার পদক্ষেপ প্রশংসনীয়: ফোর্বস

২০২০ এপ্রিল ২৭ ০৮:৫১:১৩
করোনা প্রতিরোধে শেখ হাসিনার পদক্ষেপ প্রশংসনীয়: ফোর্বস

দ্য রিপোর্ট ডেস্ক: নভেল করোনাভাইরাস তথা কোভিড-১৯ মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছে বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস। করোনা ঠেকাতে বাংলাদেশের সরকার প্রধানের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ভবিষ্যৎ পুনর্নির্মাণে অবদান রাখবে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের এই ম্যাগাজিন।

আভিভা উইটেনবার্গ-কক্স ফোর্বসে এক নিবন্ধে বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিশ্বের আট নারীর অবদান ‘বিশ্বজুড়ে স্বীকৃতি পাওয়ার যোগ্য’। শেখ হাসিনার নেতৃত্ব দেওয়া বাংলাদেশ বিভিন্ন সংকট মোকাবেলার ক্ষেত্রে এক পরিচিত নাম।

বাংলদেশে করোনাভাইরাস মোকাবেলায় শেখ হাসিনার তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ‘প্রশংসনীয়’ বলেও প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম।

ফোর্বসের নিবন্ধে বলা হয়েছে, কারোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেব্রুয়ারির শুরুতেই চীন থেকে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা শুরু করেন। মার্চের শুরুর দিকে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেন। এছাড়া তিনি কম গুরুত্বপূর্ণ সব ব্যবসায়িক কাজ অনলাইনে করার ওপর জোর দেন।

আভিভা উইটেনবার্গ-কক্স নিবন্ধে বিভিন্ন দেশ থেকে নাগরিকদের ফিরিয়ে আনার পর কোয়ারেন্টাইনে রাখার বিষয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের তুলনা দেখিয়েছেন।

তিনি লিখেছেন, শেখ হাসিনা করোনা মোকাবেলায় প্রযুক্তির ব্যবহারকে ত্বরান্বিত করেছিলেন। তার দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনাভাইরাস শনাক্ত করার ডিভাইস স্থাপন করে সাড়ে ছয় লাখ লোকের স্ক্রিনিং করার ব্যবস্থা করেন। ফলে এর মাধ্যমে বিদেশ প্রত্যাগত ৩০ হাজার লোককে তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। যুক্তরাজ্যের মতো দেশ এখনও সেই কাজটি করতে পারছে না।

ফোর্বসের নিবন্ধে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব ও চীনের হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম তাদের দেশে যেভাবে করোনা সংকট মোকাবেলা করে আসছেন তারও প্রশংসা করা হয়। এছাড়া বিশ্বের ১৮টি দেশের সাড়ে ৫৪ কোটি মানুষের নেতৃত্ব নারীরাই দিচ্ছেন বলে উল্লেখ করেছে ফোর্বস।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর