thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৮ শাবান 1446

ডা. জাফরুল্লাহর ছড়ানো বিভ্রান্তের উত্তর দিলো স্বাস্থ্য অধিদপ্তর

২০২০ এপ্রিল ২৭ ১৩:৫৪:৪৩
ডা. জাফরুল্লাহর ছড়ানো বিভ্রান্তের উত্তর দিলো স্বাস্থ্য অধিদপ্তর

দ্য রিপোর্ট প্রতিবেদক: গণস্বাস্থ্যের কিট নিয়ে বিভ্রান্তি তৈরী হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর দিয়ে তার উত্তর দেওয়া হলো। বিশ্ব্যবাপি র‌্যাপিড কিট দিয়ে টেস্ট করার পারমিশন দেওয়া হয়নি। কিছু কিছু পারমিশন দিলেও সেটা তুলে নিয়েছে। আমরাও এখন পর‌্যন্ত তাই এই সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও কিছু অভিযোগের উত্তর দিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান।

অভিযোগ ১: উৎপাদনে বাধাগ্রস্থ; কিভাবে প্রক্রিয়া শুরু করেছে। মার্চ মাসের ১৮ তারিখ এপ্লিকেশন নিয়ে আসে উৎপাদন করবে। রিঅ্যাজেন্ট আমদানি করেতে চায়। এই কিট দিয়ে টেস্ট করার জন্য অনুমতি দেয়নি বিশ্বস্বাস্থ্য সংস্থা। আমরা মনে করি ভবিষ্যতে এটা কাজে লাগতে পারে। ১৯ তারিখ সকালে বিশেষজ্ঞরা বসি একসঙ্গে। ওনাদের অনুমোদন দেই আনার জন্য।

অভিযোগ ২: উৎপাদনের কারখানা ২০ তারিখ আমরা দেখতে চাইলাম। ওনারা বললেন ২৭ তারিখ আসেন। আমাদের রেডি না। লক ডাউনের মধ্যে ৮ সদস্য টিম ওখানে যাই। ওখানে গিয়ে দেখি তাদের কোন ইকুয়েপমেন্ট ঠিকঠাক হয়নি। বেশ কিছু অবজার্ভেশন আছে। সেগুলো ঠিক করতে হবে। ৬ তারিখ আবার চিঠি দিলো যে অবজার্ভেশন দিয়েছেন তা ঠিক করেছি। তখন গিয়ে দেখি কিছু করেছে। তবে বেশ কিছু করা হয়নি। তখন আবার বললাম বাকি যন্ত্রপাতি ঠিক করে দেওয়ার জন্য।

অভিযোগ ৩: আমরা এতদিন জানতাম ওনারা অ্যান্টিবডি তৈরী করেছে। ওনারা যেটা আবিস্কার করেছে সেটা রক্ত দিয়ে করা হবে। কিন্তু অন্যান্য দেশে কিন্তু সেটা রক্ত না অন্যান্যভাবে স্যাম্পল নেওয়া হয়। ওনারা যেটা আবিস্কার করেছে বিশ্ব্যবাপি কেউ এটার অনুমোদন দেয়নি। ওনারা কিছু আবিস্কার করেছে সেটা ভ্যালিডেট করতে হয়। সেটা তো করতে হবে? গত ২৫ তারিখ হ্যান্ডওভার করার কথা বলেছে। এটা অ্যাকুরেট না। এটা স্যাম্পল। যখন এটা ফাইনাল হবে তখন আপনারা অনুষ্ঠান করেন বললাম। কিন্তু ওনারা অভিযোগ শুরু করেছে।

অভিযোগ ৪: ২৬ তারিখ ওনাদের এখান থেকে একটা ওষুধ আসার কথা। সেটা এসেছে। আমি চেয়েছিলাম ওনাদের ভ্যালিডিটি হোক। ওনাদের কিছু প্রসেসিংয়ের কথা বললাম। ওনারা তাতে সন্তুষ্ট হয়ে চলে গেলেন। সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ওনারা কিভাবে অভিযোগ শুরু করলো।

অভিযোগ ৫: উনি যে বলেছে ঘুষ দেবো। সেই ঘুষের প্রশ্ন কিভাবে আসে। আমরা তো প্রসেসিংয়েই চলছিলাম। মিডিয়ায় সংবাদ হয়েছে প্রধান সাইন্টিস্ট ওনার কথার প্রতিবাদ করেছে।

তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। ওনার কাছ থেকে আমরা আরও বিজ্ঞানসম্মত কথা আশা করছি। ম্যাচিউরিটি আসার আগেই ওনারা এটা নিয়ে নানা অভিযোগ শুরু করেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর