thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

করোনা রোগীশূন্য উহান

২০২০ এপ্রিল ২৭ ১৩:৫৯:২৫
করোনা রোগীশূন্য উহান

দ্য রিপোর্ট ডেস্ক: গত ডিসেম্বরের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে দেখা দেয় এক রহস্যময় রোগ, যার নাম করোনাভাইরাস। পরে গোটা চীনে ছড়িয়ে পড়ে ওই রোগ। এর মাস খানেক পর আস্তে আস্তে গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে এই রোগটি। বর্তমান বিশ্বের ২১০টি দেশের ২৯ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু আজ করোনার উৎপত্তিস্থল হিসাবে পরিচিত উহান-ই করোনা রোগী শূন্য। মিরাকল বা অসম্ভব যাই বলুন, এটাই বাস্তব। আর করোনার বিরুদ্ধে লড়াইয়ে চীন যে পুরোপুরি সফল হয়েছে তার উজ্বল দৃষ্টান্ত এই উহান।

এটা কিন্তু রাতারাতি সম্ভব হয়নি। জানুয়ারি মাসজুড়ে প্রায় প্রতিদিনই উহানে করোনায় শত শত মানুষের মৃত্যুর খবর উঠে আসছিল। এমনকি কয়েক দিন আগে পর্যন্ত সেখানে নতুন করে সংক্রমণ ছড়াচ্ছিল। কিন্তু টানা চার মাস লড়াইয়ের পর গত রোববার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে চীনের উহান। সেখানকার কোনও হাসপাতালে এই মুহূর্তে একটিও করোনা আক্রান্ত রোগী ভর্তি নেই।

গতকাল রোববার (২৬ এপ্রিল) একজন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার পরই এই মাইলফলক ছুঁয়েছে উহান। জানিয়েছেন চীনের ন্যাশনাল হেল্‌থ কমিশনের মুখপাত্র মি ফেং।

গত ২৩ জানুয়ারি থেকে একটানা ৭৬ দিন লকডাউনের পর গত ৮ এপ্রিল উহান থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে লকডাউন উঠে গেলেও সতর্কতা অবলম্বনে কোনও আপোষ করেনি স্থানীয় প্রশাসন। তাতেই সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে।

তবে স্বাস্থ্যকর্মীদেরই এর পুরো কৃতিত্ব দিয়েছেন মি ফেং। এ দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘উহানের স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্যই এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে। ভাইরাসের মোকাবিলায় দেশের বিভিন্ন প্রান্তে যে স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছিল, এই সাফল্যের ভাগীদার তারাও।’

এরই সঙ্গে সমগ্র হুবেই প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা আগের তুলনায় ৫০ শতাংশ কমে গিয়েছে বলে জানা গিয়েছে। গত ২০ দিনে সেখানে নতুন করে কারও করোনায় সংক্রমিত হওয়ার খবর মেলেনি।

অবশ্য চীনে গত ২৪ ঘণ্টায়নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ জন। তাদের মধ্যে পাঁচজনই বিদেশ ফেরত।

রোববারও চীনে কোনও করোনা রোগীর মৃত্যুও হয়নি। এই নিয়ে টানা ১১ দিন করোনায় মৃত্যুশূন্য রয়েছে দেশটি।

এ পর্যন্ত চীনে নোভেল করোনায় আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮৩০ জন। আর এই রোগে প্রাণ হারিয়েছে দেশটির ৪ হাজার ৬৩২ জন। এ পর্যন্ত সেখানে করোনা থেকে সুস্থ হয়েছে ৭৭ হাজার ৩৯৪ জন।এই মুহূর্তে চীনে চিকিৎসাধীন রয়েছেন ৭২৩ জন করোনা রোগী। এদের মধ্যে ৫২ জনের অবস্থা সঙ্কটাপন্ন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর