thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৮ শাবান 1446

‘ঢাকায় থাকা কর্মীরাই কাজ করতে পারবে গার্মেন্টসে’

২০২০ এপ্রিল ২৮ ১৫:১৩:১৮
‘ঢাকায় থাকা কর্মীরাই কাজ করতে পারবে গার্মেন্টসে’

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকার বাইরে থাকা শ্রমিকদের এখনই ঢাকা আসতে বলছে না গার্মেন্টস শিল্পের দুই বৃহৎ প্রতিষ্ঠান বিজিএমইএ ও বিকেএমইএ। যারা ঢাকায় আছেন তারাই কারখানার কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, গার্মেন্টস মালিকদের সংগঠনগুলোর সঙ্গে কথা হয়েছে। তারা বলেছে ঢাকায় থাকাদের দিয়েই কারখানা চালু করবে।’

আজ মঙ্গলবার দুপুরে বিজিএমই ও বিকেএমইএর কর্মকর্তা এবং বাণিজ্য সচিবের সঙ্গে গার্মেন্টস খোলা ও কর্মীদের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা নিয়ে আলাপ আলোচনা করেন। যথারীতি গার্মেন্টস মালিকরা অন্যান্যবারের মতো একই আশ্বাস দেন যে, ‘তারা স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস খুলেছে। ঢাকার বাইরের কাউকে কাজে ডাকা হয়নি। ’

আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, গতবারের মতো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। গতবারও এমন ভুল বুঝে তারা ঢাকা অভিমুখে ছুটেছে। এবারও গার্মেন্টসকর্মীরা সেভাবে ছুটেছে।গার্মেন্টস খোলা হবে ঢাকায় থাকা কর্মীদের দিয়ে। তারা কেন আসছে বুজতে পারছি না। এটা আসলে বড় সমস্যার সৃষ্টি করবে। ’

(দ্য রিপোর্ট/আরজেড/২৮এপ্রিল,২০২০)a

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর