thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

সিরিয়ায় তেল ট্যাংকার হামলায় ৪০ জনের প্রাণহানি

২০২০ এপ্রিল ২৯ ০৯:০৮:১৯
সিরিয়ায় তেল ট্যাংকার হামলায় ৪০ জনের প্রাণহানি

দ্য রিপোর্ট ডেস্ক: সিরিয়া তেল ট্যাংকার হামলায় অন্তত ৪০ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়াও ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশটির উত্তরাঞ্চলীয় শহর আফরিন শহরের একটি ব্যস্ত সড়কে ট্যাংকারটির বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে।

সিরিয়ান কর্মীরা জানিয়েছেন, এ হামলায় তেলের ট্যাংকারটির পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি ও দোকান পুড়ে গেছে। এসময় ঘটনাস্থলের বেশিরভাগ মানুষ দগ্ধ হয়ে মারা গেছেন, অনেকেই গাড়িতে আটকা অবস্থাতেই পুড়ে গেছেন। তাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত কেউ এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও তুরস্কের দাবি, এর সঙ্গে কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) জড়িত। ওয়াইপিজি নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) প্রশাখা বলে জানিয়েছে আঙ্কারা।সূত্র: আল জাজিরা

(দ্য রিপোর্ট/আরজেড/২৯এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর