thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৮ শাবান 1446

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১০ জন, মোট ১৬০

২০২০ এপ্রিল ৩০ ১৫:২১:০৩
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১০ জন, মোট ১৬০

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৬০ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বৃহস্পতিবার করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন এবং ৫ জন মারা গেছেন।। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৬৭ জনে ও মোট ১৬৮ জনের প্রাণহানি হলো।

আজ যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩ জন ও মহিলা ২ জন। তাদের মধ্যে দুই জন ষাটোর্ধ্ব ও ৪০-৫০ বছরের মধ্যে ৩ জন বলে জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০এপ্রিল,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর