thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

করোনায় একদিনে সুস্থ ৪২ হাজার

২০২০ মে ০১ ০৯:৪৩:০৪
করোনায় একদিনে সুস্থ ৪২ হাজার

দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে। সুস্থতার সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ হাজারের বেশি মানুষ। এ তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েব সাইট ওয়ার্ল্ডোমিটার।

শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ লাখ ৪২ হাজার ৬০৮ জন। যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন এক লাখ ৫৫ হাজার ৭৩৭ জন, স্পেনে এক লাখ ৩৭ হাজার ৯৮৪ জন, ইতালিতে ৭৫ হাজার ৯৪৫ জন, ফ্রান্সে ৪৯ হাজার ৪৭৬ জন। ইরানে সুস্থ হয়েছেন ৭৫ হাজার ১০৩ জন।

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ২৩ হাজার ৫০০ জন।

শুক্রবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৪ হাজার ১০৫ জনে এবং আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৮ হাজার ২৩১ জন। অপরদিকে ১০ লাখ ৪২ হাজার ৬০৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১মে,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর