thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

‘কেয়ার’ ইমোজি আনল ফেসবুক, চালু করবেন যেভাবে

২০২০ মে ০১ ১৬:০৮:২৬
‘কেয়ার’ ইমোজি আনল ফেসবুক, চালু করবেন যেভাবে

দ্য রিপোর্ট ডেস্ক: ফেসবুক নতুন ইমোজি চালু করেছে। নাম কেয়ার ইমোজি। প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপ আপডেট করে নিলেই কেয়ার ইমোজি উপভোগ করতে পারবেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে লকডাউনে মানুষজন আগের চেয়ে বেশি সামাজিক যোগাযোগমাধ্যম নির্ভর হয়ে পড়েছে।

পরিস্থিতি বিবেচনায় নতুন রিঅ্যাকশন ইমোজি নিয়ে হাজির হয়েছে ফেইসবুক।

ফেইসবুক অ্যাপ ও মেসেঞ্জার অ্যাপে নতুন এই ইমোজি ব্যবহার করা যাচ্ছে।

ফেইসবুক, মেসেঞ্জারে যোগ করার জন্য এরই মধ্যে হার্টের আদলে একাধিক ‘কেয়ার’ ইমোজি প্রস্তুত করা হয়েছে।

কঠিন করোনাকালে বন্ধু-বান্ধব ও পরিবার পরিজনের প্রতি আরও সহজে সহানুভূতি ও সমর্থন জানানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।

বর্তমানে ফেইসবুক ও মেসেঞ্জারে যেসব ইমোজি রয়েছে তাতে লাইক, লাভ, স্যাড, ওয়াও, হাহা ও অ্যাংরি অনুভূতি প্রকাশ করা যায়। এসবের সঙ্গে এবার যোগ হলো ‘কেয়ার’ ইমোজি বাটন।

এই নতুন ইমোজি ব্যবহার করতে চাইলে প্লে স্টোরে গিয়ে ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ অ্যাপডেট করে নিন।

(দ্য রিপোর্ট/আরজেড/১মে,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর