thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

করোনার মধ্যে মুক্তি পাচ্ছেন আরও ৩৮৫ বন্দি

২০২০ মে ০৩ ১৪:৫১:৪৬
করোনার মধ্যে মুক্তি পাচ্ছেন আরও ৩৮৫ বন্দি

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে দেশের কারাগারগুলোতে ভিড় কমাতে প্রায় তিন হাজার সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দ্বিতীয় ধাপে আজ রবিবার ৩৮৫ জন মুক্তি পাচ্ছেন। গতকাল শনিবার থেকে প্রায় ৩ হাজার বন্দিকে মুক্তি দেওয়া শুরু করেছে কারা অধিদপ্তর।

তিন থেকে ছয় মাস সাজা খাটা এসব বন্দিদের আজ রবিবার মুক্তি দিতে ইতিমধ্যে নির্দেশনা কারাগারগুলোতে পৌঁছে দিয়েছে কারা অধিদপ্তর।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (বন্দি ও পরিসংখ্যান) আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজকের মধ্যে দ্বিতীয় ধাপের ৩৮৫ জন বন্দি মুক্তি পাবেন বলে আশা করছি।

ছয় মাস থেকে এক বছর সাজাভোগকারী, তিন মাস ছয় মাস সাজাভোগকারী, তিন মাস পর্যন্ত সাজাভোগকারী বন্দিরা মহামারীর কারণে এই মুক্তির সুযোগ পাচ্ছেন।

সেই হিসেবে গতকাল শনিবার প্রথম ধাপে ছয় মাস থেকে এক বছর সাজাভোগকারী ১৭০ জনকে মুক্তি দেওয়া হয়। আজ রবিবার দুই ধাপে মুক্তি পাবেন ৫৫৫ জন বন্দি।

কারাগারের একটি সূত্র জানায়, তৃতীয় ধাপে যারা মুক্তি পাবেন, এরাই খুবই সামান্য অপরাধের দায়ে বন্দি। কারও কারও বিচার শুরু হয়নি।

দেশে ৬৮টি কারাগারে ৯০ হাজারের মতো বন্দি রয়েছে, যা কারাগারগুলোর ধারণক্ষমতার কয়েকগুণ বেশি।

কোভিড-১৯ অতিমাত্রায় ছোঁয়াচে বলে কারাগারগুলোতে ঝুঁকির মাত্রা অত্যন্ত বেশি। সেজন্য বন্দির চাপ কমানোর উদ্যোগ নেয় সরকার।

নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের স্টাফ কোয়ার্টারে থেকে বিভিন্ন হাসপাতালে বন্দিদের ডিউটি দেওয়ার সময় ১২ জন কারারক্ষী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন কোনো বন্দি কারাগারে আনা হলে তাকে ১৪ দিন আলাদা রাখা হয় এবং তারপর অন্য বন্দিদের সঙ্গে রাখা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩মে,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর